কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ২

রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কে ধরমপুর ইউনিয়নের মহিষাডোরায় দফাদার ফিলিং স্টেশনে আগুন ধরে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2022, 03:48 PM
Updated : 12 August 2022, 03:48 PM

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিশাডরা এলাকার ‘দফাদার ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কুষ্টিয়ার সহকারী পরিচালক জানে আলম জানান।

নিহতরা হলেন দফাদার ফিলিং স্টেশনের কর্মচারী সাহাজুল (৩০) ও বিজয় (৩২)। তাদের বাড়ি দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামে।

ভেড়ামারা থানার ওসি মুজিবুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরায় দফাদার ফিলিং স্টেশনে আগুন ধরে। এতে দুই জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন আহত হলেও তার নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দফাদার ফিলিং স্টেশনে ট্যাংক থেকে তেল আনলোড করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হুমায়ুন কবীর জানান, ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে।

“ট্যাংক থেকে তেল আনলোড করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

দফাদার ফিলিং স্টেশনের মালিক আফানুজ্জামান জুয়েল জানান, নিহত দুজন পাম্পে তেল সরবরাহ করছিলেন। হঠাৎ আগুন লেগে তাদের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি দিঘলকান্দি গ্রামে।