সিরাজগঞ্জে ওঁরাও প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ১৪ দিন পর মামলা

“নিজেদের মধ্যে হওয়ায় সালিসে সমাধান করতে চেয়েছিলাম”, বলেন ইউপি সদস্য।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 11:46 AM
Updated : 7 Nov 2023, 11:46 AM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ওঁরাও নৃগোষ্ঠীর এক নারীকে ধর্ষণের অভিযোগে ১৪ দিন পর মামলা হয়েছে।

২৩ অক্টোবরের ঘটনায় সোমবার রাতে ‘ভুক্তভোগীর’ ভাই বাদী হয়ে মামলাটি করেন বলে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান।

মামলায় সঞ্জিত কুমার ওঁরাওকে (২২) একমাত্র আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ৩০ অক্টোবর রাতে ওই নারী (৩৩) বাইরে বাথরুমে যাওয়ার জন্য বের হলে আসামি তাকে ধরে নিয়ে ধর্ষণ করেন। লোকজন তাকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। 

মঙ্গলবার ওসি শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, নারীকে সোমবার রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে নিয়ে যাওয়া হবে।

ওসি আরও বলেন, “পরিবার থানায় অভিযোগ করতে না আসায় দেরিতে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

মামলার বাদী সাংবাদিকদের বলেন, তিনি গরিব মানুষ। তার মা প্রতিবন্ধী। ঘটনার পর মামলা করতে চাইলেও স্থানীয় ইউপি সদস্য তাকে বাধা দেন। সালিসে বিষয়টি মীমাংসার জন্য কয়েক দফায় বৈঠকও হয়েছে। এ কারণে মামলা করতে দেরি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বলেন, “আসামি আমার আপন ভাতিজা এবং ভুক্তভোগী নারী সম্পর্কে প্রতিবেশি ভাতিজি। নিজেদের মধ্যে হওয়ায় সালিসে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু নারীপক্ষের অসহযোগিতার কারণে সম্ভব হয়নি।”