কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কবিরহাটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা বিশৃঙ্খলা চাই না। আক্রান্ত হলে কাউকে ছাড় দেব না। যে হাত অস্ত্র নিয়ে আঘাত করতে আসবে সেই হাত ভেঙে দেব। আগুন নিয়ে আসবে যে হাত সে হাত পুড়িয়ে দেব।”
মির্জা ফখরুল পাকিস্তানের জয়গান গান এবং বিএনপি ঘুমের মধ্যে পাকিস্তান স্বপ্ন দেখে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
“বলে পাকিস্তান আমলে নাকি আমরা ভালো ছিলাম। অথচ পাকিস্তানের মাত্র এক সপ্তাহের টাকা আছে; কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট কর্মী হতে হবে। স্মার্ট মানে হলো ঐক্যবদ্ধ থাকা। স্মার্ট মানে শৃঙ্খলা মেনে চলা।
“আজ কবিরহাটে ৫১টি প্রকল্পের উদ্বোধন করেছি। আপনাদের রসুইঘর পর্যন্ত পাকা করে দেব। যাদের চাকরি দরকার পর্যায়ক্রমে চাকরির ব্যবস্থা করব।”
১৬ বছর মন্ত্রিত্বের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “আমি নমিনেশন বাণিজ্য করি না; চাকরি বাণিজ্য করি না। ১৬ বছর মন্ত্রী, কিন্তু ১৬ টাকাও কারো থেকে নেইনি। আপনাদের ভালোবাসায় আমি মন্ত্রী হয়েছি। সব সময় এমন ভালোবাসা পেতে চাই।”
কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে জিরো পয়েন্টে আয়োজিত এ সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু উপস্থিত ছিলেন।