গাড়িটি থেকে তিনটি গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪টি ইয়াবা পাওয়া যায়।
Published : 05 Nov 2023, 05:18 PM
রাজশাহীতে বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ এক কোচিং সেন্টারের পরিচালককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার দুপুরে উপশহর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড় থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। মজনু আহমেদ উপশহর সাগর কোচিং সেন্টারের পরিচালক।
র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশী করা হয়। এ সময় গাড়িটি থেকে তিনটি গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪টি ইয়াবা পাওয়া যায়।
পরে গাড়িটির মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার ও তার প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]