জেলা শহরের নবীনবাগের ভাড়া বাসায় মঙ্গলবার ওই শিক্ষার্থীর লাশ পাওয়া যায়; সেখানে স্বামীসহ প্রায় এক বছর ধরে বসবাস করছিলেন তিনি।
Published : 28 Feb 2023, 06:36 PM
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ পাওয়া গেছে তার শহরের ভাড়া বাসায়।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের নবীনবাগের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাসায় স্বামীসহ প্রায় এক বছর ধরে বসবাস করছিলেন তিনি।
মৃত রিক্তা খাতুন (২২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকি গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
তার স্বামী মো. রাসেল মন্ডল (২৬) একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘোষপুর গ্রামের মো. আবুল কাসেমের ছেলে।
রাসেল মন্ডল সাংবাদিকদের বলেন, প্রেমের সম্পর্কে জড়িয়ে গত বছরের ২৩ ফেব্রুয়ারি পরিবারকে না জানিয়ে গোপনে তারা বিয়ে করেন। গত বছরের মার্চ থেকে তারা নবীনবাগ এলাকার ওই ভাড়া বাসায় থেকে আসছেন।
রাসেল আরও বলেন, কয়েক দিন হলো অন্য একটি মেয়ে তাকে মোবাইল ফোনে ম্যাসেজ ও ফোন দিয়ে বিরক্ত করছিল। বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে তার ভুলবোঝাবুঝি হয়; এক পর্যায়ে মোবাইল ভাঙচুরের ঘটনা ঘটে।
“এরপর এই বিষয় নিয়ে আমার স্ত্রীর সঙ্গে আর কোনো ঝামেলা ছিল না।”
ওই শিক্ষার্থী আরও জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি কোচিং করানোর জন্য বাসা থেকে বের হন। দুপুর পৌনে ২টার দিকে গেট খুলে ভিতরে প্রবেশ করে দেখেন তাদের কক্ষের দরজা খোলা।
“তখন রুমের ভিতরে ঢুকে দেখি আমার স্ত্রী ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। তখন আমি আমার স্ত্রীর ফাঁস খুলে নামাই।”
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. রাসেল আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ওই শিক্ষার্থীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক থাকার কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা।”