বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত থাকবে, বলেছেন মার্কিন রাষ্ট্রদূত

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের এই কেন্দ্র থেকে সাত লাখ আবাসিকে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 06:11 PM
Updated : 15 March 2023, 06:11 PM

বাংলাদেশে যুক্তরাষ্টের বিনিয়োগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস। 

বুধবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুধঘাটায় ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ‘৫৮৪ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল’ প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

বাংলাদেশের বিদ্যুৎ খাতে উন্নয়নের জন্য আমেরিকার বিখ্যাত কোম্পানিগুলো বিনিয়োগ করছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতেও বিনিয়োগের এই ধারা অব্যাহত থাকবে। এক নম্বর বিনিয়োগকারী হিসেবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাংলাদেশের প্রতি অব্যাহত থাকবে।

বাংলাদেশ জ্বালানির মূল্য ও সরবরাহের ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলা করছে মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের পর অর্ধেক প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে অন্যান্য প্রচলিত বিদ্যুৎকেন্দ্রের সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যাবে। অর্থ্যাৎ সমপরিমাণ গ্যাসে দ্বিগুণ বিদ্যুৎশক্তি উৎপাদন সক্ষমতা রয়েছে এই কেন্দ্রের। 

তবে বিদ্যুৎ উৎপাদনের জন্য চাহিদা অনুযায়ী প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা ‘ক্রিটিক্যাল ব্যাপার’ হবে মনে করেন তিনি। 

কেন্দ্রটি সাত লাখ আবাসিকে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম জানিয়ে পিটার ডি হাস বলেন, এই কেন্দ্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হবে যাতে বিদ্যুৎ উৎপাদনের সময় কার্বন নিঃসরণ সর্বনিম্ন হয়। 

এই সময় ঢাকায় মার্কিন দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।