কুমিল্লায় ‘টাকা ধার না দেওয়ায়’ বন্ধুকে গুলি

‘অস্ত্রোপচার করে তার পেট থেকে গুলি বের করা হয়েছে।’

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2022, 03:25 PM
Updated : 25 August 2022, 03:25 PM

`টাকা ধার না দেওয়ায়’ কুমিল্লায় এক প্রবাসীকে তার বন্ধু গুলি করেছে বলে পুলিশ জানিয়েছে।

আহত আবদুল আলিম (৩৩) জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের অলিতলা গ্রামের আবু তাহেরের ছেলে।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান।

ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, প্রায় দুই মাস আগে আলিম সৌদি আরব থেকে দেশে আসেন। তখন তার বাল্যবন্ধু রুবেল তার কাছে দুই লাখ টাকা ধার চান। টাকা ধার দেননি আলিম। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রুবেল বুধবার রাতে আলিমকে গুলি করেন। গুলি তার পেটে লাগে।

আহত আলিমকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ভোরে ঢাকায় নেন স্বজনরা।

ওসি বলেন, “সকালে অস্ত্রোপচার করে তার পেট থেকে গুলি বের করা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত বলে জানতে পেরেছি।”

এ ঘটনায় এখনও থানায় অভিযোগ দেওয়া হয়নি।

ওসি বলেন, পরিবারের সদস্যরা আহত আলিমকে নিয়ে ব্যস্ত থাকায় থানায় এখনও মামলা হয়নি। তবে রুবেলকে আটক করতে এবং অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কী ধরনের অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে এবং গুলি চালানোর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।