“গরুর মাংসের দাম বাড়ার সঙ্গে জড়িত অনেক বিষয় রোধ করা গেলে দেশে ৫০০ টাকা কেজিতেই মাংস খাওয়ানো সম্ভব।”
Published : 25 Feb 2024, 06:45 PM
রমজানে বাজার স্থিতিশীল রাখতে ধাপে ধাপে পণ্য কেনার পরামর্শ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
তিনি বলেন “সবাই রমজানের শুরুতেই সব পণ্য কিনতে গেলে সরবরাহ ঘাটতি হবে। এতে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াবে।”
রোববার দুপুরে মানিকগঞ্জে পৌর হকার্স মার্কেটের কাঁচাবাজার, ওষুধ ও মাংসের দোকানসহ নিত্যপণ্যের বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোক্তার ডিজি সফিকুজ্জামান বলেন, “গরুর মাংসের দাম বাড়ার সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। সেগুলো রোধ করা গেলে দেশে ৫০০ টাকা কেজিতেই মাংস খাওয়ানো সম্ভব।”
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন,“ আমদানি নির্ভর যেসব পণ্য রয়েছে, সেগুলোর জোগান মোটামুটি ঠিক আছে। আমাদের বাজার ব্যবস্থাপনায় ত্রুটি আছে।”
সেগুলো ঠিক রাখতে এবং বাজারের ওপর চাপ কমাতে কাজ চলছে বলে জানান তিনি।