এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছেন তার স্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ওসি সফিকুল ইসলাম জানান।
নিহত ময়সের (৫০) উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকার বাসিন্দা। তার স্ত্রী আহত লিপি বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল বাসে করে সল্লা বাসস্ট্যান্ডে নামেন এ দুজন।
“পরে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ময়সের নিহত হন।”
ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পরপরই লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। তার স্ত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।