এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভোলার মেঘনা নদীতে বালু ভর্তি বাল্কহেড ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে। ওই তরুণ বাল্কহেডে বাবুর্চির কাজ করতেন।
শনিবার সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলা মেঘনা নদীর গাজীপুর চর এলাকায় এ ঘটনা ঘটে বলে ইলিশা নৌ থানার পুলিশ পরিদর্শক মো. আকতারুল ইসলাম জানান।
নিহত হাফেজ (১৮) নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। বিকাল সাড়ে ৪টার দিকে ডুবুরিরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নৌ পুলিশের আকতারুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে ওই এলাকায় একটি বাল্কহেডে বালু তোলা। এ সময় তলা ফেটে কয়েক মিনিটের মধ্যে সেটি পানিতে ডুবে যায়। এতে চারজন কর্মচারী ছিলেন। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও হাফেজ রান্নায় কাজে ব্যস্ত থাকায় বের হতে পারেননি।
খবর পেয়ে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ডুবুরি দল বিকালে হাফেজের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে।