এ ঘটনায় মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জাননিয়েছে পুলিশ।
Published : 08 Oct 2022, 04:49 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ‘শত্রুতার জেরে’ এক চাষির প্রায় সাতশ কলাগাছ রাতের আধাঁরে দুর্বৃত্তরা কেটে ফেলেছে।
শুক্রবার রাতে উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্ত চাষি মাসুদ মিয়া জানান।
মাসুদ বলেন, তিনি দুই বিঘা জমিতে প্রায় সাতশ কলাগাছ লাগিয়েছিলেন। গাছগুলোতে কলা ধরতেও শুরু করেছিলো। কিন্তু রাতের আঁধারে তার সব কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
“সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এ ক্ষতি করেছে। এ ঘটনায় আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।”
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তিনি ক্ষতিগ্রস্ত চাষির কলার ক্ষেত পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।