পেছন থেকে ধাক্কায় বাসটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
Published : 08 Jul 2023, 12:51 PM
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে যাত্রী তোলার সময় পিছন থেকে আরেক বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।
শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক।
নিহত গণেশ চন্দ্র (৫০) সাভারের বনগাঁও ইউনিয়নের বাসিন্দা।
ওসি আজিজুল বলেন, ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাস বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় একে ট্রাভেলস পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়।
এতে মৌমিতা পরিবহনের বাসটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তখন বাসের চাপায় পথচারী গণেশ নিহত হন। ধাক্কা দেওয়া একে ট্রাভেলসের বাসটিও ডিভাইডারের ওপর উঠে যায়।
এ ঘটনায় উভয় বাসের অন্তত ১০জন যাত্রী আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বাস দুটিকে জব্দ করা গেলেও চালক ও তাদের সহকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।