সড়ক দুর্ঘটনায় গাড়ি মালিকদের আপসে না যাওয়ার আহ্বান শাজাহান খানের

তিনি বলেন, সড়কে কোনো দুর্ঘটনা হলে আর্থিক ক্ষতিপূরণের জন্য অবশ্যই থানায় মামলা হতে হবে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 03:38 PM
Updated : 12 Nov 2023, 03:38 PM

সড়ক দুর্ঘটনায় হতাহতদের সঙ্গে গাড়ি মালিকদের আপসে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

রোববার বিকালে মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শাজাহান খান বলেন, “মামলা-মোকদ্দমা না করে সব সময় গাড়ির মালিকরা সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের সঙ্গে আপোস মীমাংসায় যাওয়ার চেষ্টা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে আপোসের মাধ্যমে কিছু আর্থিক সহযোগিতা করেন।

গাড়ির মালিকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “এখন থেকে আপনাদের আর আপোস মীমাংসায় যেতে হবে না। সড়ক দুর্ঘটনা হলে হতাহতদের স্বজনদের সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করতে বলবেন। তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকার থেকে আর্থিক সুবিধাটা পাবে।”

সাবেক এ নৌপরিবহন মন্ত্রী আরও বলেন, “দেশে যেকোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেলে তার পরিবারকে সরকার ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ৫ লাখ টাকা অনুদান দেবে।

“শুধু নিহতের পরিবারকেই নয়, গুরুতর আহত ব্যক্তি পাবেন ৩ লাখ টাকা এবং গুরুতর ছাড়া আহতরাও ১ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। তবে এই টাকা পেতে হলে ব্যক্তি যে দুর্ঘটনায় আহত কিংবা নিহত হয়েছেন সেটির জন্য থানা পুলিশের রিপোর্ট থাকতে হবে।”

শাজাহান খান বলেন, “অর্থাৎ থানা থেকে জানাতে হবে যে, কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত কিংবা আহত হয়েছেন। তার মানে হচ্ছে, সড়কে কোনো দুর্ঘটনা হলে আর্থিক ক্ষতিপূরণের জন্য অবশ্যই থানায় মামলা হতে হবে।”

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান খান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সালাম তালুকদার, সাবেক সভাপতি মাহবুব হোসেন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার।