কেরানীগঞ্জে ৯৮ ভরি স্বর্ণ লুটের ঘটনায় পুলিশ সদস্য গ্রেপ্তার

ভুক্তভোগী ব্যক্তির দায়ের করা মামলায় রাজধানীর লালবাগ থানার কনস্টেবল কামরুজ্জামান লিখনকে গ্রেপ্তার করে পুলিশ।

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2022, 08:43 AM
Updated : 11 Sept 2022, 08:43 AM

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা থেকে ৯৮ ভরি স্বর্ণ লুটের ঘটনায় জড়িত অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার এসআই অলক কুমার দে রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

“শনিবার ঊর্ধতন কর্মকর্তারা তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে।” যোগ করেন তিনি।

গ্রেপ্তার মুন্সি কামরুজ্জামান লিখন রাজধানীর লালবাগ থানার কনস্টেবল।

এসআই বলেন, “গত ২ সেপ্টেম্বর মানিকগঞ্জ থেকে এক ব্যবসায়ী ৯৮ ভরি স্বর্ণ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে রাজধানীর তাঁতীবাজারে আসেন। তাকে অনুসরণ করে আরেক ব্যক্তি সেখানে যান। তিনি মূলত ইনফরমার ছিলেন। শুক্রবার তাঁতীবাজার বন্ধ থাকায় ওই ব্যবসায়ী স্বর্ণ বিক্রি করতে না পেরে ফিরে যাচ্ছিলেন।

“পথে কেরানীগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয়ে দিয়ে তাকে আটক করে গাড়িতে তোলে। পরে তার সঙ্গে থাকা ৯৮ ভরি স্বর্ণ লুটে করে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের নির্জন স্থানে নিয়ে ছেড়ে দেয়।”

পরে এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলা করলে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে কামরুজ্জামানের সম্পৃক্ততা পায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।