“সংবিধান অনুযায়ী যে সময়সীমা রয়েছে তার মধ্যে যতক্ষণ নির্বাচন পিছানো সম্ভব সেটাও করতে আমরা রাজি আছি।”
Published : 28 Nov 2023, 01:46 PM
আমাদের উপর কারো কোনো চাপ নেই, কোনো দল নির্বাচনে আসবে, আসবে না এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যারা এখনো আসেননি তাদের আহ্বান করেছি এবং আহ্বান অব্যাহত রয়েছে, নির্বাচনে আসেন।
“যদি এমনও হয় যে, সংবিধান অনুযায়ী যে সময়সীমা রয়েছে তার মধ্যে যতক্ষণ নির্বাচন পিছানো সম্ভব সেটাও করতে আমরা রাজি আছি।”
আইনশৃঙ্খলা বাহিনীর প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) আমলগীর বলেন, “নির্বাচনে সেনাবাহিনী সম্ভবত থাকবে। এখনো এই বিষয়ে কোনো ফাইনাল ডিসিশন হয়নি। তবে অন্যান্য জাতীয় নির্বাচনের সময় আমরা যে সিদ্ধান্ত নিয়ে থাকি আমি এর জন্য বলছি ‘সম্ভবত’ সেনাবাহিনী থাকবে।”
তিনি আরও বলেন, “বহির্বিশ্বের উন্নয়নশীল দেশগুলো পর্যবেক্ষণ পাঠাবে না এটা তো কখনো বলেনি। আমরা তো তাদের কাছ থেকে অনেক তালিকা পেয়েছি।”
মতবিনিময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান, মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।