ওসমান দাসের ব্রিজের ঢাল থেকে রাস্তার অন্যপাশে তার নানা বাড়িতে যাচ্ছিল।
Published : 26 Jan 2024, 11:39 AM
মাদারীপুরের কালকিনি উপজেলায় ভ্যানের চাপায় এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আলী নগর ইউনিয়নের দাসের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহত চার বছরের ওসমান হাওলাদার দাসের ব্রিজ এলাকার বাসিন্দা মহসিন হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় ওসমান দাসের ব্রিজের ঢাল থেকে রাস্তার অন্যপাশে তার নানা বাড়িতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি ভ্যানগাড়ি তাকে চাপা দেয়।
এসময় স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই সাব্বির হোসেন বলেন, “দুর্ঘটনার পরই ভ্যানচালক ভ্যান রেখে পালিয়ে যায়।”
ওসি মামুন বলেন, শিশুটির লাশ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। থানায় এই বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।