কুমিল্লায় ‘ছেলের’ ছুরিকাঘাতে বাবা নিহত

‘বাবা-মায়ের ঝগড়া থামাতে না পেরে ছেলে ক্ষিপ্ত হয়ে ছুরি মারেন।’

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2022, 01:25 PM
Updated : 12 August 2022, 01:25 PM

কুমিল্লার বরুড়া উপজেলায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন বলে জনপ্রতিনিধি জানিয়েছেন।

নিহত জুলহাস মোল্লা (৪০) উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানান আবাসিক সার্জন নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ জানান।

নাফিস বলেন, “জুলহাস মোল্লার কোমরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। আঘাতটা গভীর হওয়ায় পর্যাপ্ত চিকিৎসা দিয়েও তাকে বাঁচানো যায়নি।”

রোববার ছুরিকাহত হন জুলহাস। চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি মারা যান।

চিতড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া বলেন, “রোববার জুলহাসের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। ছেলে লিমন (১৮) ঝগড়া থামাতে বারবার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে একপর্যায়ে লিমন ক্ষিপ্ত হয়ে বাবার পিঠে ছুরিকাঘাত করেন। বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।”

ঘটনার পর থেকে লিমন পলাতক রয়েছেন বলে বরুড়া থানার পরিদর্শক ইকবাল বাহার মজুমদার জানান।

পরিদর্শক বলেন, পারিবারিক বিষয় হওয়ায় ছুরিকাঘাতের বিষয়টি পুলিশকে কেউ জানায়নি। শুক্রবার সকালে পুলিশ ঘটনাটি জানতে পেরে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।