পরিত্যক্ত বাড়ি থেকে আরও ৯টি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
Published : 07 Mar 2024, 08:44 PM
যশোরের মণিরামপুর উপজেলায় পরিত্যক্ত বাড়িতে কুড়িয়ে পাওয়া হাতবোমা নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত বাড়িটি থেকে আরও ৯টি হাতবোমা (ককটেল) উদ্ধার করে।
বৃহস্পতিবার দুপুরে ওই বিস্ফোরণে এক শিশুর বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে বলে মণিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ জানিয়েছেন।
আহতরা হলো- উপজেলার ফতেয়াবাদ গ্রামের আসলাম হোসেনের ছেলে আরজু হোসেন (৭) এবং বাবলু হোসেনের ছেলে মাইমুন আহম্মদ (৫)। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল গনি মোড়ল বলেন, “বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আরজু ও মাইমুন ওই গ্রামের প্রয়াত নাসির উদ্দিনের পরিত্যক্ত বাড়ির উঠানে খেলা করছিল। সেখানে কুড়িয়ে পাওয়া একটি জর্দার কৌটা নিয়ে খেলা করছিল তারা।
“এক পর্যায়ে বিকট শব্দে সেটির বিস্ফোরণ হয়। হাতবোমার স্প্রিন্টারের আঘাতে আরজুর বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাইমুনের শরীরের কয়েক স্থানে ক্ষত হয়েছে।”
তাদের প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান এ ইউপি সদস্য।
ওসি মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পরিত্যক্ত বাড়িটির একটি ঘর থেকে পলিথিনে মোড়ানো আরও ৯টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।