দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কোনো ব্যবসায়ী মালামাল দোকান থেকে বের করতে পারেননি বলে জানান।
Published : 25 Dec 2022, 11:11 PM
গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা বাজারের একটি পাইকারি কাপড়ের মার্কেটে আগুন ধরেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক-ডিএডি আব্দুল্লাহ আল আরেফিন জানান, রোববার রাত সোয়া ৯টার দিকে হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে টঙ্গি ফায়ার সার্ভিসের দুইটি এবং জয়দেবপুরের চারটি ইউনিট কাজ যোগ দেয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খলিলুর রহমান জানান, জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। আগুনটি অনেক বড়। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে গেছেন। আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ; হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
মার্কেটের পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান ‘জোবেদা কটেজ’র ম্যানেজার আব্দুল আজিজ জানান, সোয়া ৯টার দিকে মার্কেটে পূর্বপাশ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দেয়।
তার দোকানে ‘২০ লাখ’ টাকার শাড়ি ও লুঙ্গি ছিল জানিয়ে তিনি বলেন, ভয়াবহ এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই তিনি দোকান থেকে বের করতে বের করে আনতে পারেননি।
অপর পাইকারি দোকান ‘আল হাফিজ লুঙ্গি হাউস’র মালিক হাফিজুর রহমান জানান, তার দোকানে থেকে কোনো মালামাল বের করতে পারেননি। তার দোকানে প্রায় ৬০ লাখ টাকার মত লুঙ্গি ছিল। ভয়াবহ এ আগুন থেকে তাদের মত এখানে দোকানের মালামাল কেউ বের করতে পারেনি। কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে।