নওগাঁয় নিপা ভাইরাসে গৃহবধূর মৃত্যু, ১ জন চিকিৎসাধীন

এ নিয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে এক পরিবারের দুইজন মারা গেলেন; আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2023, 05:03 PM
Updated : 1 March 2023, 05:03 PM

নওগাঁর মান্দায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক গৃহবধূ মারা গেছেন; হাসপাতালেও আছেন একজন।

বুধবার বিকাল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

মৃত ফরিদা বেগম (২৫) মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

এ নিয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে এই পরিবারের দুইজন মারা গেলেন। এর আগে নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি মারা যান ফরিদা বেগমের শ্বশুর আব্দুল হক। 

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন ফরিদার শাশুড়ি রহিমা বেগম (৬০)। তার শরীরের নমুনা পরীক্ষায় নিপা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্থানীয়রা জানান, গত ৪ ফেব্রুয়ারি বাড়ির পাশের খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে পান করেন আব্দুল হকের পরিবার। এর দুইদিন পর আব্দুল হকের শরীরে সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

গুরুতর অসুস্থ অবস্থায় ৭ ফেব্রুয়ারি তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৮ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

এরপর গত রোববার আব্দুল হকের পুত্রবধূ ফরিদা বেগম সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

মঙ্গলবার ফরিদা বেগমের শাশুড়ি রহিমা বেগমকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, সংবাদ পেয়ে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এরইমধ্যে ঢাকা থেকে আসা আইসিডিডিআর,বি-এর একটি টিম এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ শুরু করেছে।

নওগাঁর সিভিল সার্জন আবু হেনা মো. রায়হানুজ্জামান জানান, ফরিদা বেগম নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তার শ্বশুর নিপা উপসর্গ নিয়ে মারা যান। নিপা আক্রান্তরা কাঁচা খেজুরের রস ও বরই খেয়েছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন:

Also Read: নিপা ভাইরাস: যা জানতে হবে

Also Read: নিপা ভাইরাস: ঝুঁকিতে সব জেলা, আরও ২ মৃত্যু

Also Read: বরিশালে জ্বরে কনস্টেবলের মৃত্যু, নিপা ভাইরাস সন্দেহ

Also Read: ঠাকুরগাঁওয়ে ৫ জনের মৃত্যু নিপা ভাইরাসে

Also Read: চলতি শীতে নিপা ভাইরাসে ৫ মৃত্যু

Also Read: ঢাকা মেডিকেলে নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু