ঢাকা মেডিকেলে নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু

এ হাসপাতালে আরেক রোগী এক মাস ধরে চিকিৎসাধীন।

জ্যেষ্ঠ প্রতিবেদকও ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2023, 05:49 PM
Updated : 13 Feb 2023, 05:49 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে শাহ আলম (২২) নামে ওই যুবক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে মারা যান। তার বাড়ি নরসিংদীর রায়পুরায়। পরিবার নিয়ে তিনি শিবপুরে ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম জালাল হোসেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, ওই রোগী শুক্রবার জ্বর নিয়ে ভর্তি হন। তার জ্বর বাড়তে থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তার নিপা ভাইরাসের পরীক্ষা করানো হলে সোমবার ‘নিপা ভাইরাস পজিটিভ’ আসে। পরে তিনি রাতে মারা যান।

এছাড়া হাসপাতালের আইসিইউতে ভর্তি আরেক নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর অবস্থা এখন ভালোর দিকে বলে জানান পরিচালক। এ রোগী একমাস ধরে সেখানে চিকিৎসাধীন।

এর আগে রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান- আইডিসিআর চলতি শীত মৌসুমে সাতজনের মৃত্যুর খবর দেয়। আর দেশের সাত জেলায় ১০ জনের শরীরে বাদুরের মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভাইরাস ধরা পড়ার তথ্য জানিয়েছিল।

সোমবার মারা যাওয়া শাহ আলমের বোনের স্বামী রাসেল মিয়া জানান, শিবপুরে একটি চীনা কোম্পানিতে শাহ আলম কাজ করতেন। ২০ থেকে ২৫ দিন আগে এলাকার কয়েকজন বন্ধু মিলে খেজুরের রস পান করেন। গত বৃহস্পতিবার হঠাৎ প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার পর ওষুধ খেলেও জ্বর কমেনি, উল্টো বাড়ছিল।

তিনি জানান, এরপর শুক্রবার জ্বর বেড়ে মাথা ঘুরে পড়ে যান, বমিও হতে থাকে। এ অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ঢাকা মেডিকেলে নিতে বলেন। শুক্রবার রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এখানেও তার অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে কথা বলাও বন্ধ হয়ে যায়। পরে রাতে তার মৃত্যু হয়।

চিকিৎসকেরা জানান, রাজধানীর শনির আখড়া থেকে আসা ২৯ বছর বয়সী আরেক ব্যক্তি গত ১৯ জানুয়ারি থেকে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। পরীক্ষায় তারও নিপা ভাইরাস শনাক্ত হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন ভেন্টিলেশনে রাখার পর এখন অবস্থা কিছুটা উন্নতির দিকে এবং ভেন্টিলেশন লাগছে না ও কথাও বলছেন।

এ ব্যক্তি শরিয়তপুর গিয়ে খেজুরের রস খেয়েছিলেন বলে চিকিৎসকদের জানিয়েছেন।

Also Read: নিপা ভাইরাস: ঝুঁকিতে সব জেলা, আরও ২ মৃত্যু

Also Read: নিপা ভাইরাস: যা জানতে হবে

Also Read: নিপা ভাইরাস: সতর্কতামূলক ব্যবস্থার নির্দেশনা স্বাস্থ্যের