নাটোরে বাজারে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

তিন সপ্তাহ আগে এক ছাত্রলীগ নেতার উপর হামলার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 11:50 AM
Updated : 14 March 2023, 11:50 AM

নাটোরের গুরুদাসপুরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁচকৈড় হাটে এ ঘটনা ঘটে বলে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান।

নিহত হেলাল সরদার (৩৮) খামারনাচকৈড় মহল্লার প্রয়াত সাখাওয়াত সরদারের ছেলে।

আহত শিশির সরদার (২৩) নিহত হেলালের সহোদর ভাই। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চাঁচকৈড় বাজার এলাকার মো. তোহা জামাদার (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তোহা স্থানীয় জিল্লুর জামাদারের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে চাঁচকৈড় বাজারের এক রসুনের আড়ৎদার বলেন, মঙ্গলবার চাঁচকৈড় হাটের ট্রাঙ্কলরি কভার্ড শ্রমিক অফিসের সামনে একদল লোক ধারালো অস্ত্র দিয়ে হেলাল সরদার ও তার ছোট ভাই শিশির সরদারের ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাথাড়ি কোপানোর ফলে হেলালের নাড়িভুরি বেরিয়ে আসে এবং শিশির গুরুতর আহত হন।

হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, “ধারালো অস্ত্রের কোপে হেলাল সরদারের পুরো শরীরে গুরুতর জখম হয়। হালপাতালে আনার পরেই হেলাল সরদার মারা যান।

“শিশিরের অবস্থাও গুরুতর; তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, পূর্ব শত্রুতা ও বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. তোহা জামাদার নামের এক যুবককে আটক করা হয়েছে।

হেলাল সরদারের লাশ ময়নাতদন্তের জন্য নাটোরে সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মামলা দায়েরের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

তিন সপ্তাহ আগে গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের এক নেতার উপর হামলার জেরে পাল্টা এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ২০ ফেব্রুয়ারি বিকালে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরকে পৌর সদরের ফায়ার সার্ভিস স্টেশনের কাছে কুপিয়ে জখম করে একদল হামলাকারী। তাহের চাঁচকৈড় কাঁচারীপাড়া মহল্লার আব্দুল মোতালের ছেলে।

পরে আবু তাহের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

ওই ঘটনায় আবু তাহেরের পরিবার গুরুদাসপুর থানায় একটি মামলা করেছেন।

ওই মামলায় খামারনাচকৈড়ের শিশির সরদার [নিহত হেলালের ভাই], সম্রাট ও মঞ্জুকে আসামি করা হয়।

ওই মামলায় অভিযোগ করা হয়, হামলার প্রায় এক সপ্তাহ আগে পৌরসভা হাটের দরপত্র নিয়ে খামারনাচকৈড়ের সাখাওয়াত সরদারের ছেলে হেলাল সরদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। তার জের ধরে ২০ ফেব্রুয়ারি বিকালে হেলাল সরদার, তার ছোট ভাই শিশির সরদার, একই এলাকার সম্রাট ও মঞ্জু দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালান।