আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জানান, কোতোয়ালি মডেল থানার এসআই খোকন চন্দ্র দে বাদী হয়ে মামলা করেছেন।
Published : 01 Nov 2023, 06:05 PM
বরিশালে নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির সাবেক দুই এমপিসহ ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার সকালে নগরী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।
ওই থানা পুলিশের করা নাশকতা মামলায় ১৫ আসামিকে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত কারাগারে পাঠিয়েছে বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এনামুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোতোয়ালি মডেল থানার এসআই খোকন চন্দ্র দে বাদী হয়ে ওই মামলা করেছেন।
আসামিরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরীন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, নগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শামসুল আলম মন্টু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব হানিফ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম ইকো, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক কিরণ, দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হাওলাদার, নগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য, আসলাম হাওলাদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মশিউর রহমান টিটু, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব শেখ সাব্বির ও সদর উপজেলা বিএনপির সদস্য কাজী ফিরোজ আলম।
মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান রিপন জানান, অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল করার জন্য নেতাকর্মীরা নগরীর সিএন্ডবি রোড থানা কাউন্সিলের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, আটক নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা করে। ওই মামলার আসামি হিসেবে তাদের আদালতে পাঠানো হয়।