“উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৪৩ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।”
Published : 16 Oct 2022, 11:46 PM
সাতক্ষীরা সদর উপজেলায় স্বর্ণের চারটি বার উদ্ধার করা হয়েছে; এ সময় আটক করা হয়েছে এক যুবককে।
রোববার দুপুরে উপজেলার বিনেরপোতা এলাকা থেকে ওই যুবককে আটক করা হয় বলে সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদ জানান।
আটক শামীমুল ইসলাম (৪০) কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকার বাসিন্দা।
বিজিবি কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শামীমুলকে আটক করা হয়েছে। তিনি মোটরসাইকেলে করে ৫০৬ গ্রাম স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছিলেন। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৪৩ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।
এ ছাড়া ওই যুবকের দুই লাখ টাকা মূল্যের মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
মেজর রেজা আহমেদ জানান, উদ্ধার হওয়া স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলসহ যুবককে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।