রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে কৃষক সাদ্দাম হোসেন জানান।
Published : 31 Oct 2022, 09:38 PM
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক কৃষকের ক্ষেতের ফুলকপি অজ্ঞাত কেউ কেটে দিয়েছে।
দয়ারামপুর দিঘাপাড়ায় রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে কৃষক সাদ্দাম হোসেন (৫৪) জানান।
সাদ্দাম বলেন, ২০ শতাংশ জমিতে ফুলকপি চাষ করে এবার তিনি প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা লাভের স্বপ্ন দেখছিলেন। রোববার রাতে তার জমির সব ফুলকপি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে জমিতে গিয়ে কাটা ফুলকপির গাছ দেখেন সাদ্দাম।
সাদ্দাম হোসেন বলেন, “আমার কোনো শত্রু নাই। কে, কারা, কেন আমার এই ক্ষতি করল ধারণা করতে পারছি না। জমি থেকে ফুলকপি তোলার সময় হয়ে এসেছে; এ সময় হাসুয়া দিয়ে কচুকাটা করেছে ফুলকপির গাছ। ৪৫ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল।”
ফুলকপির এই জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখেছেন বলে জানান দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান মিঠু।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “কৃষক সাদ্দামের বাবা এ বিষয় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে।”