নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট বলেছেন, এটি দলের নেতাকর্মীদের ভালোবাসাপূর্ণ আবেগের বহিঃপ্রকাশ।
Published : 24 Dec 2023, 10:57 PM
ভোটারদের কাঁধে ছোটখাট এক ডিঙ্গি নৌকা। সেই নৌকায় বৈঠা হাতে নিয়ে জনসভা মঞ্চে যাচ্ছেন জামালপুর-৫ সদর আসনের এক প্রার্থী।
শনিবার বিকালে সদর উপজেলার ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শৈলেরকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এ দৃশ্য দেখা গেছে।
সেই ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়ালে অনেকে সেটির সমালোচনা করেন।
জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক আমলা আবুল কালাম আজাদ। এবারই তিনি প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক এবং জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু।
২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভার আয়োজন করা হয়েছে। সেই মাঠে নৌকার সমর্থকরা জড়ো হয়েছেন। সেখানে শামিয়ানা টাঙ্গিয়ে মঞ্চ ও প্যান্ডেল তৈরি করা হয়েছে।
এ সময় কিছু মানুষ মিছিল সহকারে কাঁধে একটি নৌকা নিয়ে মাঠে প্রবেশ করেন। সেই নৌকায় বৈঠা হাতে বসে ছিলেন প্রার্থী আবুল কালাম আজাদ। তার সামনে একটি ফুলের তোড়া। নৌকায় বাংলাদেশের জাতীয় পতাকাও বাঁধা ছিল। পেছনে নৌকার গলুইয়েও আরেকটি বৈঠা।
মানুষ দুপাশ থেকে তার আগমনকে স্বাগত জানিয়ে ও নৌকার পক্ষে স্লোগান দিচ্ছেন। আজাদ জনতার দিকে হাত নেড়ে ও সালাম জানিয়ে মঞ্চের দিকে যাচ্ছেন। নৌকাটি নির্বাচনি পোস্টার দিয়ে মোড়ানো ছিল।
এ নিয়ে সমালোচনার মুখে নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেছেন, এটি দলের নেতাকর্মীদের ভালোবাসাপূর্ণ আবেগের বহিঃপ্রকাশ।
স্বতন্ত্র প্রার্থী রেজনুর সমর্থক ও জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু বলেন, “এই ঘটনার মধ্যে দিয়ে সদরবাসীকে অপমান এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে প্রতারণা করা হয়েছে।
“তার কর্মকাণ্ডে বোঝা যায়, তিনি নির্বাচিত হলে জামালপুর সদরবাসীকে তার পায়ের নিচেই রাখবেন।”