সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালীসীমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় রেলওয়ে বিভাগ।
Published : 17 Nov 2023, 08:20 PM
ঘূর্ণিঝড় মিধিলের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে গাছ উপড়ে পড়ার প্রায় দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-নোয়াখালী ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কালীসীমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে; পরে উদ্ধারকারী দল গাছ সরিয়ে নিলে রাত ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান।
তিনি বলেন, “দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে গোটা পূর্বাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনে এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে আটকা পড়েছিল।
ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর সব ট্রেন গন্তব্যে রওনা হয়েছে বলে জানান সহকারী স্টেশন মাস্টার।
রেললাইনে উপড়ে পড়ল গাছ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন বন্ধ