লাইনচ্যুতির কারণে পাত বাঁকা হয়ে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান সহকারী স্টেশন মাস্টার।
ঘূর্ণিঝড় মিধিলের প্রভাবে গাছ উপড়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রেললাইনে পড়ার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-নোয়াখালী ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালীসীমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান।
তিনি বলেন, “এ কারণে ঢাকার সঙ্গে গোটা পূর্বাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনে এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে আটকা পড়েছে।
ট্রেন চলাচল কখন স্বাভাবিক হতে পারে- এমন প্রশ্নের জবাবে সহকারী স্টেশন মাস্টার বলেন, রেলের উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। গাছ রেললাইন থেকে সরানোর পর ট্রেন চলাচল শুরু হবে।