মাদারীপুরে তালা ভেঙে স্কুলের ১২ ল্যাপটপ চুরির অভিযোগ

এর আগেও দুটি স্কুল থেকে ২৯টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2023, 09:25 AM
Updated : 31 Jan 2023, 09:25 AM

মাদারীপুরের কালকিনি উপজেলায় তালা ভেঙে একটি স্কুল থেকে ১২টি ল্যাপটপ চুরির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতের কোনো একসময় উপজেলার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ল্যাপটপগুলি চুরি হয় বলে কালকিনি থানার ওসি শামীম হোসেন জানান।

এ ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন।

এর আগে উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৪টি এবং চরফতেহ বাহাদুর উচ্চ বিদ্যালয়ের ১৫টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। সেসব ল্যাপটপ এখনও উদ্ধার করতে পারেনি। এর মধ্যে আবার চুরির ঘটনা ঘটল।

সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক সাংবাদিকদের বলেন, “রাতে স্কুলের নৈশপ্রহরী আবদুল মান্নান হাওলাদার ঘুমিয়ে ছিলেন। যখন চুরির ঘটনা ঘটে তখন নৈশপ্রহরী টের পাননি। সকালে চুরির ঘটনা শুনেই ইউএনও ও ওসিকে অবহিত করি।“

ওসি শামীম হোসেন বলেন, “চুরির ঘটনা তদন্ত হচ্ছে, ল্যাপটপগুলো উদ্ধারের চেষ্টা করছি।”