অসাবধানতাবশত লোহার পাইপের সঙ্গে বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন আজিজুর।
Published : 20 Apr 2024, 07:28 PM
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নলকূপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল জানান।
নিহত আজিজুল হক (৪৫) নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মরা গাগলা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান শরিফুল বলেন, ফকিরপাড়া গ্রামের হারুন মিয়ার বাড়িতে নলকূপ বসানোর জন্য মিস্ত্রী আজিজুল হক তার কয়েকজন সহযোগীসহ যান।
“সেখানে লোহার পাইপ দিয়ে নলকূপ বসানোর সময় অসাবধানতাবশত পাইপটি বিদ্যুতের তারে সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান আজিজুল।”
পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান চেয়ারম্যান।