সোয়া ৪ কোটি টাকার সোনা ফেলে ভারতে পালাল ‘পাচারকারী’

‘ভারতে পাচারের সময়’ ঝিনাইদহ সীমান্ত থেকে পাঁচ কেজি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2024, 01:33 PM
Updated : 2 March 2024, 01:33 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত থেকে পাঁচ কেজি সোনার বার জব্দ করা হয়েছে; যেগুলো ভারতে পাচারের জন্য বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।

শনিবার দুপুরে মাটিলা বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়; তবে পাচারকারী ভারতে পালিয়ে যান বলে জানান বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. সালেহ উদ্দিন।

জব্দ করা সোনার ওজন পাঁচ কেজি; যার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৩৫ লাখ টাকা বলে জানান তিনি।

লেফট্যানেন্ট কর্নেল সালেহ উদ্দিন জানান, মাটিলা বিওপি এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে, এমন গোপন খবর পেয়ে বিজিবির একটি টহল দল লেবুতলা সীমান্তে অবস্থান নেয়।

এ সময় কৃষকের ছদ্মবেশে একজনকে একটি ব্যাগ নিয়ে সীমান্তের শূন্য রেখার দিকে যেতে দেখে তারা। বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি ব্যাগটি ফেলে দৌড়ে ভারত সীমান্তে ঢুকে পড়েন।

পরে ব্যাগটি তল্লাশি করে এক কেজি করে পাঁচটি সোনার বার পাওয়া যায়; যার মূল্য প্রায় চার কোটি ৩৫ লাখ টাকা বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সালেহ উদ্দিন।

জব্দ করা সোনা ঝিনাইদহ ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।