দশম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিলেন।
Published : 05 Dec 2022, 04:11 PM
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লেগুনা গাড়ি থেকে ছিটকে পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
সোমবার সকাল ৬টায় উপজেলার লালপুর বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন জানান।
নিহত মুক্তা আক্তার ওই এলাকারই বাসিন্দা এবং উপজেলার শরিফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, সকালে লেগুনায় করে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিল মুক্তা। লেগুনা থেকে নামার সময় সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, মুক্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শরিফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লেগুনা চালকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।