ওসি বলেন, “আহতদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা বর্তমানে একটু খারাপের দিকে।”
Published : 31 Mar 2024, 11:09 PM
সাতক্ষীরায় গ্যাসের চুলার আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
সাতক্ষীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মায়ের বাড়ি এলাকায় রোববার সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান।
আহতরা হলেন- গুণীদ্রনাথ মণ্ডল (৬৮), তার স্ত্রী কল্যাণী মণ্ডল (৫৮), বাড়ির গৃহপরিচারিকা দেবলা দেবনাথ (৩৫) ও গুণীদ্রনাথের আত্মীয় কালীগঞ্জের নলতা গ্রামের কাকলী সরদার (৫৫)।
তাদের সবাইকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দেবলা দেবনাথের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
দগ্ধদের সঙ্গে হাসপাতালে ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা। তিনি বলেন, সকালে কল্যাণী মণ্ডল রান্না করার জন্য গ্যাসের চুলা ধরাতে যান। এ সময় সিলিন্ডারের মুখ থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে যায়। আগুন প্রথমে কল্যাণীর কাপড়ে লাগে। তাকে রক্ষায় এগিয়ে গেলে একে একে সবাই দগ্ধ হন।
খবর পেয়ে আনছার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেন বলে জানান কাউন্সিলর নান্টা।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম হাসপাতালে গিয়ে দগ্ধদের দেখে এসেছেন জানিয়ে বলেন, “আহতদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা বর্তমানে একটু খারাপের দিকে।”
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক শীতল চৌধুরী বলেন, “আমি এ ব্যাপারে বিস্তারিত জানি না।”