সাজেকের পথে ব্রিজ ভেঙে নদীতে পড়ল পাথর বোঝাই ট্রাক

বিকল্প পথে পর্যটকবাহী জিপসহ ছোট যানবাহন যাতায়াত করলেও মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 08:36 AM
Updated : 7 March 2023, 08:36 AM

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক মাইনী নদীতে পড়ে গেছে। এতে বাঘাইছড়ির সঙ্গে বাস ও ট্রাক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকালে ব্রিজের ১২০ ফুট দৈর্ঘ্যের পাটাতনটি ভেঙে যায় বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২০ ইসিবির উপ-অধিনায়ক মেজর আবু নোমান মো. মঈনুল ইসলাম।

সেতুর পাশে লাগোয়া দোকানের মালিক তরুণ জ্যোতি চাকমা বলেন, “সকালে সীমান্ত সড়কের জন্য পাথর নিয়ে যাওয়ার সময় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ পার হওয়ার সময় পাথর বোঝাই ট্রাকটি নদীতে পড়ে যায়।”

এদিকে ব্রিজ ভেঙে যাওয়ায় বিকল্প পথে পর্যটক বাহী জিপসহ ছোট যানবাহন যাতায়াত করছে। তবে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পড়েছেন চলাচলকারীরা।

দুঘর্টনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মো. সহিদুজাম্মান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেজর আবু নোমান মো. মঈনুল ইসলাম বলেন, সড়ক ও জনপদ বিভাগের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা হবে। আশা করছি বিকাল ৪টার পর থেকেই ব্রিজটির মেরামতের কাজ শুরু করা যাবে।