যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে প্রায় দেড় কেজি ওজনের সোনার বারসহ তিন যুবককে আটক করা হয়েছে; যাদেরকে পাচারকারী বলছে বিজিবি।
রোববার ভোরে উপজেলার দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালানো হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান।
আটকরা হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজমীর হোসেন (২০), জালাল উদ্দিন (৩৭) ও নুরুজ্জামান (৩৮)।
বিজিবির ভাষ্য, জব্দ করা সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল তিন যুবক।
লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বলেন, ভারতে সোনা পাচারের খবর পেয়ে উপজেলার দৌলতপুর সীমান্তে নজরদারি বৃদ্ধি করে বিজিবির টহলদল।
ওই সময় বেনাপোল থেকে দৌলতপুরে দিকে একটি মোটরসাইকেলে তিন যুবককে আসতে দেখে বিজিবি। সন্দেহভাজন হওয়ায় তাদেরকে থামতে বললে তারা পালিয়ে যাবার চেষ্টা করেন। এরপর তাদের ধাওয়া দিয়ে আটক করে বিজিবি।
“পরে তাদের দেহ তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার করা সোনার ওজন এক কেজি ৩৯৯ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৫ লাখ ৯৮ হাজার টাকা “
আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কথা জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার আরও বলেন, জব্দ করা সোনার বারগুলো যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।