ঢাকাগামী বাসটি হিজলতলী এলাকায় দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিল।
Published : 02 Apr 2024, 01:34 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দিয়ে পিকআপের হেলপার প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন পিকআপটির চালক।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. শাহদাত হোসেন।
নিহত মো. মোস্তফা মাঝি (২৮) ভোলার শশীভূষণ থানার রসুলপুর গ্রামের রহম আলী মাঝির ছেলে। আহত হয়েছেন চালক ইসমাইল হোসেন (৩২)।
স্থানীয়দের বরাতে ওসি শাহদাত জানান, ঢাকাগামী একটি বাস হিজলতলী এলাকায় দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিল। এ সময় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পিছনে ধাক্কা দেয়।
“এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মোস্তফা মাঝির মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চালক ইসমাইলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ওসি আরও বলেন, ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে।
এ ছাড়া নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।