বরিশালে লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

এ দুর্ঘটনায় আরও এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2023, 04:03 PM
Updated : 30 Jan 2023, 04:03 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে এমভি প্রিন্স অব রাসেল লঞ্চের ধাক্কায় নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা সোমবার বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করে বলে জানিয়েছেন নৌ-পুলিশের মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক হোসেন। 

উদ্ধার হওয়া জেলে বাকের মৃধা (৩৫) হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

এখনও নিঁখোজ রয়েছেন জেলে বাকি উল্লাহ সিকদার (৪০)।

সোমবার ভোর রাতে ঘন কুয়াশার কারণে কালাবদর নদীর চরশেফালী লঞ্চঘাটে ভিড়তে গিয়ে ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিনগামী লঞ্চটি জেলেদের নৌকার উপর উঠিয়ে দেয়। এ সময় পাঁচটি ট্রলার দুমড়ে-মুচড়ে যায়। অন্য জেলেরা নদীতে ঝাঁপিয়ে প্রাণে বাঁচলেও দুজন নিখোঁজ হয়।

পরিদর্শক ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাকেরের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

আরও পড়ুন:

Also Read: ঘন কুয়াশায় ৫ ট্রলারে লঞ্চের ধাক্কা, ২ জেলে নিখোঁজ, ভাঙচুর-লুটপাট