সাফ ফুটবলজয়ী রূপনা-ঋতুপর্ণার বাড়িতে রাঙামাটির জেলা প্রশাসক

দুই ফুটবলারের বাড়িতে প্রতি পরিবারের জন্য দেড় লাখ টাকার চেকসহ মিষ্টি-উপহার নিয়ে গেলেন রাঙামাটির জেলা প্রশাসক।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2022, 03:34 PM
Updated : 20 Sept 2022, 03:34 PM

সাফজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমার বাড়িতে মিষ্টি ও ফলমূলসহ নানা উপহার নিয়ে গেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।  

মঙ্গলবার দুই ফুটবলারের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের হাতে দেড় লাখ করে টাকার চেকও তুলে দেন তিনি।

এ সময় তিনি তাদের বাড়িতে যাওয়ার সড়কগুলো সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।

জেলা প্রশাসক এই সময় বলেন, “রূপনা ও ঋতুপর্ণা আজ পুরো জাতির গর্ব। আমরা তাদের নিয়ে গর্বিত। তার পরিবারের পাশে আমরা সবভাবেই থাকার চেষ্টা করব।”

নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ির ভূঁইয়াদম এলাকায় গোলকিপার রূপনা চাকমার বাড়ি।

সেখানে যাওয়ার পর জেলা প্রশাসকের সঙ্গে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রহমানকে রূপনার জরাজীর্ণ ঘরটির স্থানে নতুন ঘর নির্মাণে যা যা করা দরকার তা করা এবং তার বাড়ি যাওয়ার সড়কটি তৈরি করে দেওয়ার নির্দেশনা দেন।

রূপনার বাড়ি থেকে বেরিয়ে জেলা প্রশাসক ঘাগড়া ইউনিয়নের মগাছড়িতে আরেক জাতীয় তারকা ঋতুপর্ণা চাকমার বাড়ি যান।

সেখানে পৌঁছেও টাকার চেক, মিষ্টি ও উপহার তুলে দেওয়ার পাশাপাশি বাড়িতে যাওয়ার সড়কটি নির্মাণ করে দেওয়ার নির্দেশ দেন তিনি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান, সাবেক জাতীয় ফুটবলার বরুন দেওয়ান, জেলা স্কাউটের নেতা নুরুল আবছার ও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।