আগুন নিয়ন্ত্রণে আরও কয়েকটি ইউনিট রওনা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
Published : 10 Nov 2023, 06:54 PM
খুলনার রূপসা উপজেলায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার রাজাপুর পপুলার জুট মিলের গুদামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে। আরও বেশ কিছু ইউনিট রওনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করেই পাটের গুদাম থেকে কুণ্ডলী আকারে ধোয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। তবে অল্প সময়ের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।