সাতক্ষীরা কারাগারে ‘অসুস্থ’ হাজতির মৃত্যু, পরিবার বলছে অন্য কথা

শনিবার সকাল ১০টায় কারা ফটকে দেখা করতে গেলে স্বামীর মৃত্যুর খবর পান মনোয়ারা খাতুন।

সাতক্ষীরা প্রতিনিধি
Published : 25 March 2023, 06:12 PM
Updated : 25 March 2023, 06:12 PM

সাতক্ষীরা জেলা কারাগারে ‘অসুস্থ হয়ে পড়া’ এক হাজতির মৃত্যু হয়েছে। যদিও পরিবারের দাবি, তিনি অসুস্থ ছিলেন না।

সাতক্ষীরা কারাগারের কারাধ্যক্ষ মো. মামুনুর রশীদ সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ১০টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মনিরুল ইসলাম (৪৫) নামে এ হাজতি। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মনিরুল ইসলাম সদর উপজেলার আখড়াখোলা এলাকার ভাটপাড়া গ্রামের প্রয়াত রইচ উদ্দিনের ছেলে।

একটি মাদক মামলায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন।

কারাধ্যক্ষ আরও বলেন, “কারা হাসপাতালে অসুস্থ অবস্থায় বেশ কয়েকদিন ধরে ভর্তি ছিলেন মনিরুল ইসলাম।”

তবে মনিরুলের স্ত্রী মনোয়ারা খাতুনের দাবি, তার স্বামী সম্পূর্ণ সুস্থ ছিলেন। শুক্রবার বেলা ৩টায় বাড়িতে ফোন করেছিলেন; সে সময় তিনি শারীরিক কোনো অসুস্থতার কথা জানাননি।

শনিবার সকাল ১০টায় কারা ফটকে দেখা করতে গেলে স্বামীর মৃত্যুর খবর পান মনোয়ারা খাতুন।

তার দাবি, “শুক্রবার রাতে স্বামী মারা গেলেও কারা কর্তৃপক্ষ আমাকে সে খবর জানায়নি। আজ সকালে কারাগারে কিছুক্ষণ অপেক্ষা করার পর জানতে পারি, স্বামীর মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে আছে।”

এটিকে অস্বাভাবিক মৃত্যু বলে দাবি করছেন মনোয়ারা।

সদর হাসপাতালের চিকিৎসক মমতাজ মজিদ জানান, শুক্রবার রাতে ওই আসামিকে আনার সময় তিনি অচেতন ছিলেন। কিছুসময় পর তার মৃত্যু হয়।

এদিকে, সাতক্ষীরা কারাগারের চিকিৎসক আসাদুজ্জামান পলাশের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক তন্ময় কুমার বসু জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন তিনি পাননি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ ব্যাপারে আরও অনুসন্ধান করা হবে।