‘তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।’
Published : 30 Oct 2022, 10:44 AM
পিরোজপুরের কাউখালী উপজেলায় সুপারি বাগান নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
উপজেলার শিয়ালকাঠি এলাকার বাড়ি থেকে শনিবার রাত ১০টার দিকে মনিরুজ্জামান মনিরের লাশ উদ্ধার করা হয় বলে কাউখালী থানার ওসি বনি আমিন জানান।
নিহত মনিরুজ্জামান মনির (৫৫) ওই এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে।
শিয়ালকাঠি ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বেলায়েত জানান, মনিরের সঙ্গে তার প্রতিবেশী রুহুল আমিনের সুপারি বাগান নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে মনির ওই বিরোধপূর্ণ বাগান থেকে সুপারি আনতে যায়।
এ সময় রুহুল ও তার ছেলে ইমরুল মনিরকে পিটিয়ে আহত করে। পরে মনির তার ঘরে চলে যায়। এরপর রাত ৯টার দিকে মনিরের এক আত্মীয় তাকে ঘরে বিছানার মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের ডেকে আনে। পরে তারা থানায় খবর দেয়।
তিনি বলেন, মনিরের পরিবার যশোর থাকে। সে ওই ঘরে একাই ছিল। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।
ওসি বনি বলেন, সুপারি বাগান নিয়ে মনিরের সঙ্গে এক পক্ষের ঝগড়া বিবাদ চলছিল। তবে এটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্তের পর বলা যাবে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।