“ফারুক চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।”
Published : 02 Jan 2023, 04:42 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক রোহিঙ্গা যুবকের কাছ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম।
আটক আক্তার ফারুক (২০) উপজেলার নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মোহাম্মদ মনু ওরফে মনু খলিফার ছেলে।
সোমবার ওসি আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে ফারুককে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
“পরে ফারুকের দেহ তল্লাশি করে দেশীয় একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়। তিনি চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।”
ফারুকের বিরুদ্ধে টেকনাফ থানায় আরেকটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।