‘ভারতে পাচারের সময়’ দিনাজপুর সীমান্তে ৪০ ভরি সোনাসহ যুবক আটক

জব্দ করা চারটি সোনার বারের ওজন ৪০ ভরি; যার আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকা বলে জানায় জয়পুরহাট বিজিবি।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2024, 01:54 PM
Updated : 8 March 2024, 01:54 PM

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে ৪০ ভরির চারটি সোনার বারসহ এক যুবককে আটক করা হয়েছে; বারগুলো ভারতে পাচারের জন্য বহন করা হচ্ছিল বলে ভাষ্য জয়পুরহাট বিজিবির।

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ দামুদর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

আটক মোস্তাকিম রহমান (২২) উপজেলার দক্ষিণ দামুদর গ্রামের বাসিন্দা।

বিকালে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে একদল পাচারকারী ভারতে সোনা পাচার করছেন, এমন খবর পেয়ে সকালে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় সন্দেহভাজন মোস্তাকিমকে আটক করা হয়; পরে তার শরীর তল্লাশি করে চারটি সোনার বার পাওয়া যায় বলে জানান তিনি।

জব্দ করা চারটি সোনার বারের ওজন ৪০ ভরি; যার আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকা বলে জানায় বিজিবি।

আটক যুবককে বিরুদ্ধে মামলা দিয়ে বিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক তানজিলুর রহমান।