বিজিবি জানায়, ভারত থেকে বস্তা নিয়ে দেশে ঢুকেন এক যুবক।
Published : 21 Jan 2024, 08:31 PM
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০টি কচ্ছপ উদ্ধারের পর ব্ন বিভাগের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
রোববার দুপুরে উপজেলার মাটিলা সীমান্ত থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয় বলে জানান, বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল সালাহ উদ্দিন।
তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে কচ্ছপ পাচারের খবরে মাটিলা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। এ সময় এক বাংলাদেশি ভারত থেকে দেশে ঢোকার পর তার পথরোধ করে বিজিবি। তখন একটি বস্তা ফেলে পালিয়ে যান অজ্ঞাত পাচারকারী যুবক। পরে বস্তাটি তল্লাশি করে ৪০টি কচ্ছপ পায় বিজিবির টহল দল।