দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
Published : 31 Mar 2024, 03:26 PM
গোপালগঞ্জের পিকআপভ্যানের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার জানান।
নিহত ৪৫ বছর বয়সী মর্জিনা বেগম চন্দ্রদিঘলীয়া গ্রামের দাউদ মিনার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীর বরাতে পরিদর্শক আবুল হাশেম বলেন, “চন্দ্রদিঘলীয়া বাসস্টান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মর্জিনা। এ সময় ঢাকা থেকে খুলনাগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মর্জিনাকে মৃত ঘোষণা করেন।”
হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। আর নিহতের লাশ পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা গেছে।