এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪।
Published : 20 Feb 2024, 09:29 AM
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪।
শনিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিন জন মারা গেছেন।
তারা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার আসমত আলীর স্ত্রী খাদিজা বেগম (৬০), মধুখালী উপজেলার বাঘবাড়ি গ্রামের কালিপদ পালের ছেলে কৃষ্ণপদ পাল (৪০) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাইতকান্দি গ্রামের হারুন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮)।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১০৪ জন রোগী। বর্তমানে হাসপাতালে ৩৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আসম জাহাঙ্গির চৌধুরী টিটু জানান, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সদরপুর উপজেলার জাকেরের ডাঙ্গী গ্রামের আ. খালেক মোল্লার ছেলে তাজল মোল্লা (৫৫) মারা গেছেন।
বর্তমানে হাসপাতালটিতে ৮৭ জন রোগী চিকিৎসাধীন বলেও জানান তিনি।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩০৯ জন রোগী। হাসপাতালগুলোয় চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন।
সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪৪ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ১০ হাজার ১৩৮ রোগীর মধ্যে ৯ হাজার ১৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]