মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
Published : 22 Feb 2024, 01:32 AM
মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, মোহন দাস করম চাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধীর) ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক গতিতে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে জানান তিনি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
তবে বেনাপোল স্থলবন্দরের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে; মঙ্গলবার সকাল থেকে আবার স্বাভাবিক ভাবেই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]