দুর্যোগ প্রস্তুতি দিবসে নীলফামারীতে আনন্দ শোভাযাত্রা

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2023, 11:47 AM
Updated : 10 March 2023, 11:47 AM

নীলফামারী সদর উপজেলায় নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ শ্লোগানে শুক্রবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্র বের হয়।

শোভাযাত্রটি শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসককের কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, নীলফামারী চেম্বার অব কর্মাসের সভাপতি শফিকুল আলম ডাবলু, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক, জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ বক্তব্য দেন।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।