দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটি ‘আত্মহত্যা’ মনে হচ্ছে বলে জানান ওসি।
Published : 31 Mar 2024, 11:31 AM
নাটোরে শহরের এক ছাত্রী নিবাস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান।
নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামের ওই তরুণী সিংড়ার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে এবং নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
হাফসা ছাত্রী নিবাসের মালিক হাবিবুর রহমান চুন্নু বলেন, “শনিবার রাত ৯টার দিকে তৃতীয় তলার ছাত্রীরা ফোন দিয়ে বলে বৈশাখীর রুমের দরজা বন্ধ, রুম থেকে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না।
“এরপর বৈশাখীর পরিবার ও থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।”
মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দরজা খোলা হয়। পরে রুমে বৈশাখীর মরদেহ তার ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”
দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটি ‘আত্মহত্যা’ মনে হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও জানান, বৈশাখীর ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।