লালমনিরহাটে তিস্তায় গোসলে নেমে তরুণের মৃত্যু

নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন, “ছেলেটি সাঁতার জানত না।”

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 05:36 PM
Updated : 3 June 2023, 05:36 PM

লালমনিরহাটের তিস্তা নদীতে গোসলে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীর ৫ নম্বর স্পারবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এরশাদুল আলম জানান।

নিহত তালহা জুবায়ের (১৮) নীলফামারী জেলার সৈয়দপুর কলিমমোড় বাজারের ব্যবসায়ী আজাহার আলীর একমাত্র ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত শুক্রবার তালহা তার বাবা-মায়ের সঙ্গে লালমনিরহাটের রাজপুরে ফুপাতো বোনের বিয়েতে যান। বিয়ে শেষে বউকে নিয়ে বরযাত্রীরা চলে যায়। শনিবার দুপুরে ওই বোনের শ্বশুরবাড়িতে তাদের দাওয়াত খেতে যাওয়ার কথা ছিল। এর আগে তালহা তার চার ফুপাতো ভাইকে নিয়ে তিস্তা নদীতে গোসল করতে যান। গোসলে নেমে সবাই স্রোতে ভেসে যেতে থাকেন। পরে অন্যরা পাড়ে উঠতে পারলেও তালহা পানিতে তলিয়ে যান। 

স্থানীয়রা আরও জানান, সঙ্গিদের চিৎকারে নদীতে মাছ ধরতে যাওয়া ফারুক নামে এক জেলে এসে তালহাকে উদ্ধার করেন। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, “ছেলেটি সাঁতার জানত না।” 

ওসি এরশাদুল আলম বলেন, “কোনো অভিযোগ না থাকলে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”